তৃপ্তি

অনেকটা সময় অন্ধকারে হাটার পর আলোতে যেমন চোখ ঝাঝিয়ে যায়;
তেমনি অনেকটা সময় অতৃপ্তির সায়রে হাবুডুবু খেতে খেতে–
তৃপ্তির স্রোতরেখা যেন দূরে মিলিয়ে যায়!
সবক্ষেত্রে মানিয়ে নেয়ার নাম জীবন নয়;
মনকে কিছু চাইতে দেয়ার নামও জীবন!
সবক্ষেত্রে চালিয়ে নেয়া নয়;
চলতে চাওয়ার মানেও অনেক কিছু!
আত্নতৃপ্তি বিলিয়ে দেয়ার মাঝে সার্থকতা থাকলেও,
তাকে আপন করে নেয়ার মাঝে আছে মহার্থতা!
জীবন উপন্যাসের জন্য নয়;
বরং উপন্যাস জীবনের জন্য বলেই—
একটা একটা করে পাতা উল্টাই 😊😊

Leave a comment